কাঠিগড়ার সেউতি জিপির গড়েরভিতরে বিশুদ্ধ পানীয় জলের তীব্ৰ সঙ্কট।একদিকে সরকার জল জীবন প্রকল্পের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। কিন্তু, সরকারের কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে জুটেছেনা বিশুদ্ধ পানীয় জল। কাছাড়ের কাটিগড়া সমষ্টির সেউতি গাঁও পঞ্চায়েতের গড়েরভিতর ২য় খন্ডের জনগণের ভাগ্যে
পানীয় জলের সংকট,জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ কাঠিগড়ায়।বরাদ্দ টাকা ঠিকেদারের পকেটে অভিযোগ।The crisis of potable water, corruption allegations in the Water Life Mission, and accusations of embezzlement in the contractor’s pocket in Kathigara.
জুটেছেনা বিশুদ্ধ পানীয় জল। সরকারকে যদিও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেছে না বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে, কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্পে ভয়ংকর দুর্নীতির অভিযোগও রয়েছে, পুরোনো পাইপলাইনের কাজে জোড়া তালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদার, এমনি অভিযোগ করেন এলাকার জনগণ। দীর্ঘ এক বছর ধরে নোংরা ও নালা খালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ। অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে
পানীয় জলের সংকট,জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ কাঠিগড়ায়।বরাদ্দ টাকা ঠিকেদারের পকেটে অভিযোগ।The crisis of potable water, corruption allegations in the Water Life Mission, and accusations of embezzlement in the contractor’s pocket in Kathigara.
অভিযোগ করে বলেন, সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করলেও আমাদের ভাগ্যে জোটছেনা বিশুদ্ধ পানীয় জল। ঠিকাদারের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ ।ব্যুরো রিপোর্ট