আগামীকাল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। রাজ্যের অন্যান্য চারটি লোকসভা সমষ্টির সঙ্গে শিলচরে ও আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে কাছাড় জেলা প্রশাসন। এটি হচ্ছে শিলচর রাম নগর স্থিত আইএসবিটির দৃশ্য। সকাল থেকে আইএসবিটিতে ভোটকর্মীরদের নির্বাচনের সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে রওয়ানা হয়েছেন প্রিসাইডিং ও পোলিং আধিকারিকরা। এবারের শিলচর লোকসভা সমষ্টির মোট ভোটার সংখ্যা হলো ১৩ লক্ষ ৫১ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হলো ৬ লক্ষ ৭৬ হাজার ৩৩১ জন। মহিলা ভোটারের সংখ্যা হলো ৬ লক্ষ ৭৫ হাজার ১৪১ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা হলো ২৪ জন। এবার নির্বাচনের জন্য শিলচরে মোট ১৫৫১ টা ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ১৫৫১ টি ভোটকেন্দ্রের মধ্যে ২১০ টি কেন্দ্র সম্পূর্ণ রূপে মহিলা পরিচালিত বলে জানা গেছে। শিলচর লোকসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে ৭ টি বিধানসভা সমষ্টি। এই সমষ্টি গুলো হলো শিলচর, ধলাই, লক্ষীপুর, কাটিগড়া, উধারবন্ধ, বড়খলা এবং সোনাই। ইতিমধ্যে গতকাল লক্ষীপুর, কাটিগড়া এবং ধলাইয়ের ৬১০ টি ভোট কেন্দ্রে রওয়ানা হয়েছেন ভোট কর্মীরা। বাকী থাকা উধারবন্ধ , শিলচর, সোনাই এবং বড়খলা সমষ্টির অন্তর্গত ৯৪১ টি ভোট কেন্দ্রের জন্য আজ সকাল থেকেই রওয়ানা হয়েছেন ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বে থাকা আধিকারিকরা। শিলচর লোকসভা সমষ্টিতে ভোট গ্রহণের জন্য মোট ৭১৭২ জন ভোট কর্মী নিয়োজিত করা হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য আসাম পুলিশের সঙ্গে সিআরপিএফ, আইটিবিপি এবং বিএসএফ বাহিনীর ২০ টি কোম্পানী মোতায়ন করা হয়েছে। আগামী কালকের নির্বাচন সুন্দর এবং সুষ্ঠ ভাবে পরিচালিত করার জন্য যথেষ্ট তৎপর হয়েছে কাছাড় জেলা প্রশাসন।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল