লোকসভা নির্বাচন করিমগঞ্জে পুলিশ গ্রিভেন্স সেল ও পুলিশ কন্ট্রোল রুম,
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা গ্রিভেন্স সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বর ৭০০২০৮০৫৩৯। হোয়াটসঅ্যাপ নম্বর ৮০৯৯৬৬২২৭৫। ল্যান্ড ফোন নম্বর ০৩৮৪৩২৬৬১০১। আর ইমেইল আইডি – aspcrime-kxj@assampolic.gov.in
এছাড়া পুলিশ সুপার কার্যালয় সহ জেলার সাতটি থানায় একটি করে অভিযোগ বাক্স রাখা হয়েছে। ওই বাক্স গুলিতে আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগ জমা করা যাবে।
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা গ্রিভেন্স সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বর ৭০০২০৮০৫৩৯। হোয়াটসঅ্যাপ নম্বর ৮০৯৯৬৬২২৭৫। ল্যান্ড ফোন নম্বর ০৩৮৪৩২৬৬১০১। আর ইমেইল আইডি – aspcrime-kxj@assampolic.gov.in
এছাড়া পুলিশ সুপার কার্যালয় সহ জেলার সাতটি থানায় একটি করে অভিযোগ বাক্স রাখা হয়েছে। ওই বাক্স গুলিতে আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগ জমা করা যাবে।