সবকিছু ঠিক থাকলে দেশে গঠিত হতে চলেছে NDA সরকার। মোদীর নেতৃত্বে NDA সরকারের কিংমেকারের ভূমিকা পালন করছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। নির্বাচনের ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে সরকার গঠনে তোড়জোড়। NDA-তে টিডিপি এবং জেডিইউ-র ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, উভয় দলের নেতারাই বুধবারের বৈঠকে বিজেপির সামনে বেশ কিছু শর্ত রেখেছেন। জানুন তাঁদের শর্ত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার। পরিবর্তে TDP ও JD(U) প্রধান একাধিক শর্ত চাপিয়ে দিয়েছেন বিজেপির উপর। দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে এক গুচ্ছ দাবিদাওয়া জানিয়ে রাখলেন এনডিএ-র সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক- নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু।সূত্রের খবর, NDA-এর দুই গুরুত্বপূর্ণ শরিক দলের প্রধান নীতীশ ও চন্দ্রবাবু নাইডু একাধিক পূর্ণমন্ত্রীর দাবি করেছেন। বিধানসভায় জয়ের পাশাপাশি লোকসভায় ১৬টি আসন পেয়েছে চন্দ্রবাবু নাইডুর জল। সূত্রের খবর, চন্দ্রবাবু তিন পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদ্বির করেছেন। পাশাপাশি চন্দ্রবাবু স্পিকার পদও চেয়েছেন। পাশাপাশি রাজ্যের জন্য বিশেষ প্যাকেইজের দাবি করেছে।নীতীশ কুমার চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন। পাশাপাশি তিনিও রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের জাবি করেছেন। সূত্রের খবর, মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলি নীতীশ কুমার চাইছেন। যার মধ্য রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রক রয়েছে। নীতীশ কুমার আর্থিক প্যাকেজের দাবি করেছেন। ২০২৩ বিহারে নীতীশ আর্থ-সামাজিক সমীক্ষার ভিত্তিতে রাজ্যের প্রায় ৯৫ লাখ পিছিয়ে থাকা পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা করেন। আগামী বছরই বিহারের নির্বাচন রয়েছে। তাই পাঁচ বছরের ওই প্রকল্পে কেন্দ্র যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতীশ। সূত্রের খবর, ভোটের আগে নীতীশের সঙ্গে বিজেপির সমঝোতা হয়েছিল। NDA ক্ষমতায় এলে নীতীশকে তিনটি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। পরিস্থিতি বুঝে এখন ‘ঝোপ বুঝে কোপ’ মাড়ছেন নীতীশ। সূত্রের খবর, সংখ্য়াগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করার বিজেপির কাছে নীতীশ চারটি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন।সূত্রের খবর নীতীশের মতো চন্দ্রবাবু নাইডুও জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রক চাইছেন। পরিবহণ মন্ত্রকও রয়েছে চাহিদায়। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে নায়ডু এক দশক ধরে সরব। অন্যদিকে আবার ছোট দলগুলির মধ্যে বিহারে চিরাগ পাসওয়ানের দল পাঁচটি আসন পেয়েছে। তাঁদের দাবি, একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদ। ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতনরাম মাঝির হাম। তাঁরাও দাবি করেছে একটি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। তাঁদের তরফে একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর পদ চাওয়া হয়েছে। মন্ত্রিত্ব পেতে চান উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধুরী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জেডিএসের এইচ ডি কুমারস্বামীরাও। প্রত্যেকেরই লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া।এবার বিজেপি কি সিদ্ধান্ত নেয় এটাই আজকের দিনে লাখ টাকার প্রশ্ন। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট ।