প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ভারত থেকে বে-আইনীভাবে চোরাচালান হওয়া ২৯৭ টি পুরোনো প্রত্ন বস্তু ফেরত ভারতকে। অতি শীঘ্রই এই প্রত্ন বস্তুগুলি ভারতে ফেরত পাঠানো হবে। এক প্রতিকী অনুষ্ঠানে এই সব প্রত্ন বস্তুগুলির মধ্যে নির্বাচিত কয়েকটি প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনকে দেখানো হয়। ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠকের সময় এগুলির প্রতিকী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী এই প্রাচীন প্রত্ন বস্তুগুলি ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি বাইডেনকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা মাথায় রেখে মার্কিন বিদেশ দফতরের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ভারত থেকে বে-আইনীভাবে চোরাচালান হওয়া ২৯৭ টি পুরোনো প্রত্ন বস্তু ফেরত ভারতকে।During the Prime Minister’s visit to the United States, 297 ancient artifacts that were illegally smuggled from India were returned to the country.
এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ভারতের প্রত্নতাত্মিক সর্বেক্ষণ-এর মধ্যে এবছরের জুলাই মাসে সাংস্কৃতিক সম্পত্তি বিষয়ে একটি চুক্তি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি বাইডেন ২০২৩ এর জুন মাসে তাঁদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। ফেরত দেওয়া প্রত্ন বস্তুগুলি প্রায় ৪ হাজার বছরের পুরনো বলে খবর। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।