দরিদ্র কৃষকরা ট্রাক্টর পাওয়া থেকে বঞ্চিত কাছাড় জেলার কৃষি বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা প্রকৃত কৃষকদের রেহাই মূল্যে ট্রাক্টর বিতরণ থেকে বঞ্চিত করেছে। দরিদ্র কৃষকদের বঞ্চিত করে সুবিধাবাদীরা উপভোক্তাদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। এমনকি এই তালিকায় কাছাড় জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহের নামও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও জেলা বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং অবসরপ্রাপ্ত আধিকারিক অবধেশ সিংহের নামও তালিকায় রয়েছে। তালিকায় আরও একটি নাম রয়েছে বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বরভুঁইয়ার।সোনাইয়ের ধনেহরি এবং সাতকারকান্দি অঞ্চলের কিছু কৃষক এই তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তারা বলেন,
প্রকৃত কৃষকদের বদলে ট্যাক্টর পাচ্ছেন রাজনৈতিক নেতারা, অভিযোগ।The accusation is that political leaders are receiving tractors instead of the actual farmers.
২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় সরকারের এস.এম.এ.এম প্রকল্পের উপভোক্তাদের তালিকায় “শান্তি এএসজির” সভাপতি হিসেবে মানব সিংহের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, “কৃষি হিত্য এএসজি”-এর পক্ষ থেকে অবধেশ কুমার সিংহের নাম অন্তর্ভুক্ত হয়েছে। “কৃষক কল্যাণ সংস্থা”-এর পক্ষ থেকে জাহির আব্বাস বরভুঁইয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক।কৃষকদের অভিযোগ, এই সুবিধাবাদীরা নিজেদের লোক নিয়ে সংস্থা গঠন করে ৯৫ শতাংশ বিনামূল্যে চার চাকার ট্রাক্টর পেয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের কৃষি মন্ত্রী অতুল বোরা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃষকরা আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই তালিকাটি বাতিল করা হয়।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল