২ রকম নাচ জানে মৌমাছিরা, আলাদা মানে আছে তার।মৌমাছিরা নাকি নাচ করে। তাও আবার তারা ২ ধরনের নাচে জানে। অবশ্যই এই ২ ধরনের নাচের মানেও আলাদা। অন্য মৌমাছিরা সেই নাচ দেখতে ভিড় করে।মৌমাছি এমন পতঙ্গ যারা প্রায় সকলের চেনা। মৌমাছি মৌচাক বানিয়ে তাতে বসবাস করে। সেখানে অনেক মৌমাছি একত্রে থাকে। তারা একসঙ্গে খাবার সংগ্রহ করে। তাদের নিয়মানুবর্তিতা এবং একসঙ্গে থাকার প্রবণতা নজর কাড়া।মৌমাছিরা কিন্তু খুব ভাল নাচতে পারে। ২ ধরনের নাচ জানে তারা। একটি নাচ হয় গোল করে ঘোরা। আর অন্যটি একটু অন্যরকম। যেখানে প্রথমে মৌমাছিটি সোজা এগিয়ে যায়। তারপর গোল করে ঘুরে চলে আসে নিজের পুরনো জায়গায়। আবার সোজা যায়। আবার ঘুরে ফেরে।মৌমাছিরা কেউ নাচতে শুরু করলেই বাকিরা হাজির হয় তার নাচ দেখতে।
মৌমাছিরা দু রকমের নাচ জানে।উভয় নাচের পৃথক পৃথক কারণ ও আছে।Bees know two types of dances. Both dances have different reasons.
কারণ এ নাচ কোনও বিনোদন নয় তাদের কাছে। এ নাচের মানে তথ্য সরবরাহ করা। ফুলের তথ্য।যখন তারা গোল হয়ে ঘুরে ঘুরে নাচে তার মানে হল তারা কাছেপিঠে এমন ফুলের সন্ধান পেয়েছে যাতে অনেক মধু রয়েছে। কিন্তু সেই ফুল গাছগুলি কোথায় রয়েছে, কোন দিকে রয়েছে তার কোনও তথ্য তারা দেয়না।দ্বিতীয় নাচটি, যেক্ষেত্রে তারা সোজা গিয়ে গোল ঘুরে ফেরে, সেক্ষেত্রে কিন্তু মৌমাছিটি কোথায় অনেক মধু থাকা ফুলের সম্ভার রয়েছে তার তথ্য দেয়। কোন দিকে যেতে হবে বুঝিয়ে দেয়। কতটা দূরে হতে পারে তাও বোঝায়। যাতে বাকি মৌমাছিরা বুঝে যায় ওই মধু সংগ্রহ করতে তাদের কোথায় যেতে হবে।২ ধরনের নাচের মূল কথা হল একটি মৌমাছি মধু ভরা ফুলের খোঁজ পেলেই বাকিদের তা জানিয়ে দেওয়া। বাকিরা সেই নাচ মন দিয়ে দেখার পর মধুর খোঁজে পাড়ি দেয় নাচে বোঝানো মধু ভরা ফুলের খোঁজে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।