কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব দায়িত্ববার গ্রহন করার পর আজ কাছাড়ের সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা বৈঠকে মিলিত হন।শনিবার জেল শাসকের কার্যলয়ে এই বৈঠকে কাছাড় জেলার বিভিন্ন জলন্ত সমস্যা নিয়ে আলোচনা হয় তারপর জেলাসক আশ্বাস দেন অতি শিঘ্রই সমস্যা গুলো সমাধান করবেন।প্রথমে শিলচর সহ কাছাড় জেলার সমস্যা বুঝব। এরপর
সাংবাদিকদের সাথে আলোচনায় মিলিত হলেন কাছাড়ের নব নিযুক্ত জেলাশাসক মৃদুল কুমার।The newly appointed District Collector of Cachar, Mridul Kumar, met with journalists for a discussion.
বিভাগীয় আধিকারিক কর্মীদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা চালাব। গুরুত্ব দেব যানজট, অবৈধ পার্কিং, জবরদখল, আবর্জনা সাফাই এইসব সমস্যা সমাধানের। দায়িত্ব নিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন নব নিযুক্ত জেলা শাসক মৃদুল যাদব।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল