তিন সন্তানের জননীর সঙ্গে প্রেম করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক-প্রেমিকা। বিবরণে প্রকাশ, ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ছাওমনু গ্ৰামের বাসিন্দা টুক্কবী চাকমা (৩২)(স্বামী তুগালক্য চাকমা) এর সঙ্গে অসমের ধুবরী জেলার গোলকগঞ্জ গ্ৰামের রেহান আলীর ছেলে জরিফ উদ্দিন সেখের(২৪) এক বছরের ভালোবাসার সম্পর্ক ছিল।কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমে
প্রেমিক জরিফের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন অধরা থেকে গেলো তিন সন্তানের জননী টুক্কবীর।পুলিশ পরিবারের হাতে তুলে দিলো প্রেমিকা কে।Jorif, the beloved, went from dreaming of building a home with her lover to becoming the mother of three children.The police handed over the beloved to the family.
ভালবাসার রসদ জুগিয়েছিল। এমতাবস্থায় গত শনিবার অসমের সেই প্রেমিক নিজের আট বছরের বড়ো প্রেমিকাকে নিতে ছাওমনু ছুটে যায়। তখন ঘরে নিজের তিন সন্তান রেখে টুক্কবী চাকমাও নতুন প্রেমিকের স্পর্শ পেতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। দুজনের দেখা হওয়ার পর তারা অসমের উদ্দেশে রওনা দেয়। ইতিমধ্যে টুক্কবীর স্বামী নিজ ঘরে এবং অন্যত্র কোথাও স্ত্রীকে খুঁজোখুজি করে না পেয়ে ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি করেন।পরে ছাওমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুরাইবাড়ি থানায় জানালে সেকেন্ড ওসি প্রিতীময় চাকমা ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান ও রাতে সফলতা পান।প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেন ও
প্রেমিক জরিফের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন অধরা থেকে গেলো তিন সন্তানের জননী টুক্কবীর।পুলিশ পরিবারের হাতে তুলে দিলো প্রেমিকা কে।Jorif, the beloved, went from dreaming of building a home with her lover to becoming the mother of three children.The police handed over the beloved to the family.
রবিবার তার পরিবারের লোকজনদের হাতে সমজে দেওয়া হবে বলে জানান সেকেন্ড ওসি।এদিকে এভাবে গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে পড়ে ইচ্ছাকৃত ভাবে বহিঃরাজ্যে পাড়ি জমাচ্ছে। অপরদিকে তাদের পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি জমা করছেন। এতে করে অনেক সন্তান মা হারা হচ্ছে। এতে আগামী প্রজন্মের সন্তানরাও ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট।