ত্রিপুরার রাজনীতিতে কি ফের ঘটবে নতুন ক্লাইমেক্স? ফের কি পরিবর্তন হবে রাজ্যের মুখ্যমন্ত্রী?বিপ্লব কুমার দেব কি পুনরায় ফিরে পাবেন মুখ্যমন্ত্রীর কুর্সি?রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু এই সমস্ত প্রশ্ন নিয়ে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই জল্পনা উস্কে দিয়েছিলেন খোদ সাংসদ বিপ্লব কুমার দেব নিজেই। তিনি জাতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড- র কাছে এক সাক্ষাৎ কার দেওয়ার সময় নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। কি তার ইচ্ছা?জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,অর্থাৎ বিপ্লব কুমার দেব পুনরায় ফিরতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। তবে বিপ্লব কুমার দেবকে পুনরায় মুখ্যমন্ত্রী করা, না করা
ত্রিপুরায় কী মুখ্যমন্ত্রী বদল ? রাজ্য রাজনীতিতে পূনরায় আসবেন কী প্রাক্তন মুখ্যমন্ত্রী? চর্চা সর্বত্র। In Tripura, what change of Chief Minister has occurred? Will the former Chief Minister return to state politics again? This discussion is everywhere.
সবটাই নির্ভর করবে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপর। এটাও তিনি স্পস্ট করেই বলেছেন।বিপ্লব কুমার দেব বলেছেন Chief minister is the head of a state while a union minister works under the prime minister. I prefer to return to state politics. And, it will not be less than the post of the chief minister. I had worked in the state as head of the government, not a minister,”বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাবেই বলেছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন একটি রাজ্যের প্রধান। আর কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে থাকেন।তিনি রাজ্যের রাজনীতিতে ফিরতে চাইছেন।তবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নিচের কোনো পদে নয়। তিনি এক সময়ে রাজ্যে সরকারের
ত্রিপুরায় কী মুখ্যমন্ত্রী বদল ? রাজ্য রাজনীতিতে পূনরায় আসবেন কী প্রাক্তন মুখ্যমন্ত্রী? চর্চা সর্বত্র। In Tripura, what change of Chief Minister has occurred? Will the former Chief Minister return to state politics again? This discussion is everywhere.
প্রধান হিসাবে কাজ করেছেন।সাধারণ মন্ত্রী হিসাবে নয়।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের পর ফিসফিস শুরু হয়ে গিয়েছে বিজেপির রাজনীতির অন্দরে। কৃষ্ণনগর কুশা ভাউ ভবনে গুঞ্জন, তাহলে কি পুনরায় ক্ষমতার ব্যাটন নিয়ে ফিরছেন বিপ্লব কুমার দেব?জোয়ার বইছে, বিপ্লব অনুগামীদের মধ্যেও। তবে বিপ্লব কুমার দেব পূনরায় মুখ্যমন্ত্রী হবেন কিনা, এই কোটি টাকার প্রশ্নের সমাধান সূত্র আগামী দিনে বাতলে দেবেন দিল্লির রাজনীতির অলিন্দে বসে থাকা বিজেপির ভাগ্য বিধাতা মোদী – শাহ জুটি।তবে একটা কথা স্পষ্ট বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হওয়া বিপ্লব কুমার দেব কে যেহেতু কেন্দ্রীয়
ত্রিপুরায় কী মুখ্যমন্ত্রী বদল ? রাজ্য রাজনীতিতে পূনরায় আসবেন কী প্রাক্তন মুখ্যমন্ত্রী? চর্চা সর্বত্র। In Tripura, what change of Chief Minister has occurred? Will the former Chief Minister return to state politics again? This discussion is everywhere.
মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হয়নি ফলে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে ফের মুখ্যমন্ত্রী বদল হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।