বিশ্বের সব থেকে ধনী পরিবার এরা, বসবাস করেন চার হাজার পাঁচশো কোটি টাকার বাড়িতে। আম্বানি ,আদানিরা এই পরিবারের সামনে কিছুই না। ৭০০ টি দামি গাড়ি ২৫০ খানা স্পোর্টস বাইক এবং ৮ খানা প্রাইভেট এরোপ্লেন রয়েছে এই পরিবারের সদস্যদের। ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব থেকে এলন মাস্কের স্পেস এক্স প্রজেক্ট সবকিছুতেই মালিকানা রয়েছে এই পরিবারের, সারা বিশ্বে যত পরিমান খনিজ তেল রয়েছে তা ছয় শতাংশের মালিক এই পরিবার, মোট সম্পত্তির পরিমাণ তিনশ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থাত্ প্রায় ২৫ লক্ষ ৩৩ হাজার কোটি ইন্ডিয়ান রুপি। কিন্তু কীভাবে এই পরিবারটি বিশ্বের সবচেয়ে বড়ো পরিবার হয়ে উঠল? আর কী বা করেন এই পরিবারের সদস্যরা? মোট ৫৬ জন সদস্যের এই পরিবারের নাম আল নাহিয়ান পরিবার। শুনলে চমকে যাবেন এই ৫৬ জন সদস্য
বিশ্বের সবচেয়ে ধনী পরিবার রয়েছে এই দেশে!The world’s richest family is from this country!
থাকেন একই ছাদের তলায়। যে বাড়িতেই ৫৬ জন থাকেন সেটার নাম কাসার আল ওয়াতান প্রায় ৯৪ একর জমির উপর গড়ে ওঠা এই রাজ প্রাসাদটির মূল্য ৪৫ হাজার কোটি টাকা, যা আকারে আমেরিকা পেন্টাগনের চেয়েও বড়। এই সুবিশাল রাজ প্রাসাদের ভিতরে সাড়ে তিন লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি একটি ঝাড়বাতি আছে যা নাকি পৃথিবীর সবচেয়ে দামি ঝাড়বাতি। এই আল নাহিয়ান পরিবার আসলে আরব আমিরাতের আবুধাবি শহরের রাজপরিবার এই রাজপরিবারের সদস্য মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রুলিং প্রেসিডেন্ট । তার বাড়িতে মার্সিডিজ, ফেরারি, ম্যাকলারেন, বুগাটি, ল্যাম্বরগিনি সহ পৃথিবীর সবচেয়ে দামী গাড়ি গুলো এমন ভাবে দাঁড় করা থাকে যেন পাড়ার মোড়ে সারী দিয়ে রিকশা দাঁড়িয়ে
বিশ্বের সবচেয়ে ধনী পরিবার রয়েছে এই দেশে!The world’s richest family is from this country!
আছে । আমরা যেমন বাজারে গিয়ে পছন্দসই মাছ মাংস কিনি তেমনই এই পরিবারের এক সদস্যের এবার শখ হয়েছিল ফুটবল দল কেনার। সালটা তখন ২০০৮, সেই সদস্যকে প্রাইভেট জেটে চাপিয়ে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে। আর সেই সদস্য বেছে বেছে মাত্র দুই হাজার একশ ২২ কোটি টাকা খরচ করে কিনেছিলেন ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ দলকে। অফুরন্ত টাকা থাকলে যা হয়, নয়তো ৪ হাজার নয়শ ৫৭ কোটি টাকা খরচ করে একটা প্রাইভেট জাহাজ কেনে ! বাড়ির থেকে দামি জাহাজ রয়েছে এই আল নাহিয়ান পরিবারের কাছে আজাম নামক এই প্রাইভেট জাহাজটি বিশ্বের সবচেয়ে দামি জাহাজ। লন্ডনের রাজপরিবারের যা জমি নেই তার চেয়ে বেশি লন্ডন শহরে জমি জায়গা কিনে বসে আছেন এই আল নাহিয়ান পরিবার। আর তাই এই পরিবারকে
বিশ্বের সবচেয়ে ধনী পরিবার রয়েছে এই দেশে!The world’s richest family is from this country!
লন্ডনের আসল বাড়িওয়ালা বলেও আখ্যা দেওয়া হয়। কারণ শহরের অধিকাংশ বাড়ি আদতে এই আল নাহিয়ান পরিবারের দখলে। ধারণা করা হয় এই পৃথিবীকে মূলত তেরোটি পরিবারের সদস্যরা মিলে চালায়। নেতা মন্ত্রী, পুলিশ, শিল্পপতি এরা সবাই আমাদের চোখের সামনে সাজানো একটা মূর্তি মাত্র৷ আসলে পৃথিবী সবকিছুর মালিক ওই ১৩ টি পরিবারই যাঁদের টাকায় গোটা পৃথিবী চলে। এদেরকে মূলত ইলুমিনাতি বলা হয় যাদের পরিচয় কেউ কোন দিনও জানতে পারে না। কিন্তু অনেকের মতে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার হল আল নাহিয়ান পরিবার। এঁরা নাকি ইলুমিনাতের মাথায় বসে আছে এই পরিবারই
বিশ্বের সবচেয়ে ধনী পরিবার রয়েছে এই দেশে!The world’s richest family is from this country!
সিদ্ধান্ত নেয় কোন দেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, কোথায় যুদ্ধ লাগবে আর কোথায় যুদ্ধ থামবে। তবে খালি চোখেই আল নাহিয়ান পরিবার খুবই শান্ত পরিবার। আরব আমিরাতের উন্নতির পেছনে এই আল নাহিয়ানের গত ৩০০ বছর ধরে একটি বিরাট ভূমিকা পালন করেছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।