বিএমএসের নতুন কমিটি গঠিত সিপেনজুড়ি চা বাগানে৷ আজ দুপুর দেড়টা নাগাদ ভারতীয় চা মজদুর সংঘের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় সেফিনজুরি চা বাগান কার্যালয়ে। লোয়াইরপোয়া মণ্ডল চা মোর্চার সভাপতি দেবানন্দ কৈরীর পৌরহিত্যে সভাটি আরম্ভ হয়। সভার শুরুতে উপস্থিত ভারতীয় চা মজদুর সংঘের বরাক ভ্যালির শাখার কার্যকর্তাদের গামছা দিয়ে বরণ করা হয়। সভায় উপস্থিত সব বক্তাই নিজ নিজ বক্তব্যে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাঁরা বলেন ভারতীয় চা মজদুর সংঘ শ্রমিকদের সব সমস্যার সমাধান করবে। সভায় সিফেনজুরি চা বাগানের পাঁচটি ডিভিসনের পুরুষ, মহিলা, সহ পাঁচ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। সিফেনজুরি চা বাগানের বাগান পঞ্চায়েতের সভাপতি একাদশী বাল্মীকি দাস বলেন পূর্বে আমরা আই এন টিসি তে ছিলাম কিন্ত আই এন টিসি আমাদের দাবি পূরণ করতে পারে নি তাই আজ আমরা উক্ত সংগঠন ছেড়ে ভারতীয় চা মজদুর সংঘে যোগদান করেছি এবং আমাদের সাথে গোটা চা শ্রমিকদের সমর্থন আছে।এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় চা মজদুর সংঘের মহা সচিব কাঞ্চন সিং বলেন চা জনজাতীয় মানুষের যে সমস্যা আছে সেই সমাধান করা চা মজদুর সংঘের লক্ষ্য। অবহেলিত চা জনজাতীয় লোকদের সঙ্গে নিয়ে কীভাবে তাদের উন্নত করা যায় তাঁর প্রচেষ্টাই আজ আমরা সিফেনজুরি চা বাগানে এসেছি। তিনি বলেন আজ আমরা এখানের পাঁচটি পঞ্চায়েতের সঙ্গে সভা করেছি। বলেন আজ এখানে অনেকেই অন্যান্য শ্রমিক সংঘটন ছেড়ে ভারতীয় চা মজদুর সংঘে যোগদান করেছেন। তিনি আরও বলেন শ্রমিকরা আমাদের উপর আস্থা রেখেছেন,আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রমিকদের এবং শ্রমিকদের সব সমস্যার সময় আমরা সর্বদা তৎপর থাকবো। বলেন অতি শীঘ্রই এই বাগানের শ্রমিকদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি আমরা। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় চা মজদুর সংঘের বরাক ভেলি শাখার মহা সচিব কাঞ্চন সিং, সহ সচিব রঞ্জিত সাহু, সংঘটন সচিব মনোজ কুমার সাহু, অর্গেনাইজিং সেক্রেটারি স্বপন সূর্যবংশী, সেপিনজুরি চা বাগানের পাঁচটি ডিভিশনের সভাপতিরা যথাক্রমে একাদশী বাল্মীকি দাস, সঞ্জিত মাল্লাহ, বীরেশ গোয়ালা, বিমল মুড়া, ওমর বাল্মীকি দাস, মেদলি জিপীর প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস,কুকিতল জিপির প্রাক্তন সভাপতি সজল কুর্মী, বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রা কৈরী, ডেঙ্গারবন্দ জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনিরাজ কুর্মী, মেদলি জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কিশোর কালিন্দী, লোয়াইরপোয়া মণ্ডলের চা মোর্চার সভাপতি দেবানন্দ কৈরী সহ অন্যান্যরা।
রঞ্জিত কৈরীর রিপোর্ট ।