শনিবার করিমগঞ্জে আসছেন কাউন্টিং অবজারভার আদিত্য কুমার আনন্দ আগামী ৪ জুন ঘোষিত হবে লোকসভা ভোটের ফলাফল। এই উপলক্ষে শনিবার করিমগঞ্জে আসছেন কাউন্টিং অবজারভার আদিত্য কুমার আনন্দ, আইএএস। শনিবার দুপুরে তিনি আকাশপথে কলকাতা হয়ে শিলচর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে জেলায় পৌঁছে তিনি উঠবেন আবর্ত ভবনে।