চুরাইবাড়ি পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত।ফের ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি থেকে উদ্ধার এসকফ সিরাপ। ত্রিপুরার পাচারের আগেই নেশা সামগ্রী জব্দ করে সফলতা পেলো চুরাইবাড়ি ফাঁড়ি পুলিশ। ঘটনা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। প্রতিদিনের মতো আজও চুরাইবাড়ি ফাঁড়ি ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছিল, ঠিক তখন এইচ আর ৩৭ই ৭২০৫ নম্বরের ভিআরএল লজিস্টিকের ছয় চাকার লরি আসতেই পুলিশের নিয়মিত তল্লাশিতে বিভিন্ন সামগ্রীর আড়ালে লুকিয়ে থাকা বাইশ কার্টুনে মোট ৩৩০০ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করে। সঙ্গে আটক করা হয় গাড়ির চালক সনু রাজপুত কে। তাঁর বাড়ি উত্তর প্রদেশে। চালকের মতে সামগ্রী গুলি গুয়াহাটি থেকে তোলা হয়েছে ,কিন্ত বিভিন্ন সামগ্রীর জিএসটি চালান মতে কলকাতা বড় বাজার থেকে লোড করা হয়েছে। এদিকে সামগ্রী গুলি আগরতলা খয়েরপুরে যাওয়ার কথা ছিল। অনুমান করা হচ্ছে খয়েরপুর থেকে বাংলাদেশে পাচারের ফন্দি এটেছিল নেশা সাম্রাজ্যের সাগরেগরা । পুলিশ সনু কে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ,আগামী কাল তাকে করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হবে। সব মিলিয়ে চুরাইবাড়ি পুলিশের প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান প্রশংসার দাবি রাখে।রঞ্জিত কৈরীর রিপোর্ট ।