ফের দুই রোহিঙ্গা আটক মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে।এই সময়ের মধ্যে প্রশ্নাতীতভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ ভিন দেশীদের আটক হওয়ার খবর সামনে আসছে, যা নিশ্চিত ভাবে দেশের সার্বভৌমিকতার প্রশ্নে বড়সড়ো প্রশ্ন চিহ্ন।এবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গীয়াকামি থানার অন্তর্গত ৪১ মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিং এর সময় দুইজন রোহিঙ্গা নাগরিক আটক হয়, এর মধ্যে একজন মহিলা।গোটা বিষয় নিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশের বক্তব্য অন্যান্য দিনের মতো যখন গতকালও মুঙ্গিয়াকামীর পুলিশ রুটিন মাফিক নাকা চেকিং করছিলেন, তখন তেলিয়ামুড়ার দিক থেকে আসা একটা টমটমে করে তিনজন লোক আসছিলেন , তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বাকিদেরকে পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী
ফের দুই রুহিঙ্গা আটক ত্রিপুরায়।
সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আইকার্ড উদ্ধার করে সেই মূলে পুলিশ নিশ্চিত হয় যে, তারা রোহিঙ্গা। এই বিষয়ে মুঙ্গিয়াকামি থানায় সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি।জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেছে। টমটম চালক দাবি করেছে সে যখন রাত্রিবেলা তেলিয়ামুড়ার অম্পী চৌমুহনীতে ছিল তখন তিন জন লোক তাকে ভাড়া করে আমবাসায় নিয়ে যাচ্ছিল, সে এর বেশি কিছু জানে না।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরো একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে, কেননা দিনের পর দিন যেভাবে ভিনদেশীদের অনুপ্রবেশ ঘটে চলেছে তা কিন্তু সত্যিই একদিন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে, এমনটাই অনুমান।তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট