রাতাবাড়ি পুলিশের বড়সড় সফলতা।পুলিশের জালে আটক দুই প্রবঞ্চক।বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার পুলিশ কাছাড় জেলার কাঠিগড়া ও সোনাই এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহমদ চৌধুরী ও মুসতাকিন আহমদ লস্কর নামের দুই প্রতারককে গ্রেফতার করে। স্থানীয় কানাইবাজার এলাকার জাহান উদ্দিন নামের এক ব্যক্তির দায়ের মামলার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এই দুই প্রতারককে। এরা ক্রিপ্টো কারেন্সির ভুয়া এপ তৈরী করে এর মাধ্যমে উপত্যকা জুড়ে প্রতারণার জাল বিস্তার
অভিযোগের ভিত্তিতে রাতাবাড়ি পুলিশের জালে আটক দুই প্রতারক।
করার অভিযোগ রয়েছে। জাহান উদ্দিন নিজেও এই ভুয়া বিট ফর এক্স সংস্থায় এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন। পরে সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার দুই প্রতারক কে গ্রেফতার করে। এই অভিযানে তাদের ঘর থেকে নগদ ৫০ লক্ষ টাকা, লেপটপ, মোবাইল ফোন ও একটি টাটা নেক্সন গাড়ী জব্দ করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ এই এপটি ভুয়া বলে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট ।