খারাপ ব্যবহার! দুই ছাগলকে আটক করলো পুলিশ।খুব খারাপ ব্যবহার, ২ ছাগলকে আটক করল পুলিশ২টি ছাগলকে আটক করল পুলিশ। পুলিশের তরফ থেকে আটক করার কারণও জানানো হয়েছে। খুব খারাপ ব্যবহারের জন্য তাদের আটক করা হয়।পুলিশের হাতে ধরা পড়ল ২ ছাগল। ২টি ছাগলই নিরুদ্দেশ ছিল। তারা যেখানে থাকে সেখান থেকে পালিয়ে তারা ঢুকেছিল শহরে। ছাগল ২টি একসঙ্গেই শহরের রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। শহরের নানা জায়গায় তাদের দেখা যায়।এই পর্যন্ত সব ঠিক ছিল। তা বলে রাস্তায় পথচলতি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে! সেটা তো মেনে নেওয়া যায়না। ওই ২টি ছাগলের বিরুদ্ধে অভিযোগ যে তারা ওয়াশিংটনের রাস্তায় যে কেবল ঘুরে বেড়াচ্ছিল তা নয়। মাঝে মাঝেই পথচলতি মানুষের দিকে তেড়ে আসছিল। তাঁদের তাড়া করছিল।ফলে ওয়াশিংটনের রাস্তায় হেঁটে চলা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কাজে বেরিয়ে তাঁদের ছাগলের তাড়া খেতে হয়। এটা মেনে নেয়নি পুলিশ। শহরের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ২টি ছাগলকে আটক করে পুলিশ।পুলিশের তরফ থেকে ২টি ছাগলকে আটকের কথা সমাজমাধ্যমে জানানো হয়। এটাও জানানো হয় যে তাদের অত্যন্ত খারাপ ব্যবহারের জন্য তাদের আটক করা হয়েছে।ওয়াশিংটন পুলিশ মজা করে এটাও জানিয়েছে, তারা যখন ২টির মধ্যে একটি ছাগলকে জিজ্ঞাসা করে তারা কেন এভাবে মানুষকে তাড়া করছিল, সে উত্তর দেয় ওইদিন তার একদম ভাল লাগছিল না।পুরোটাই মজার ছলে প্রকাশ করে পুলিশ। তবে ছাগল ২টিকে আটক করে একটি পশু খামারে রাখা হয়েছে। সেখান থেকে তাদের মালিককে খুঁজে তাঁর হাতে তাদের তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।