কটামনি বাজারে পুনরায় চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান, মডেল স্কুলের জন্য জমি পুনরুদ্ধার।আজ সকাল বেলা কটামনি বাজার এলাকায় পুনরায় প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ সকাল আনুমানিক ৯ ঘটিকায় করিমগঞ্জ ম্যাজিস্ট্রেট ও করিমগঞ্জ পুলিশের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাটগুলোকে বুলডোজারের সাহায্যে ভেঙে ফেলা হয়। জানা গেছে, এই উচ্ছেদ হওয়া এলাকায় অসম সরকারের তত্ত্বাবধানে একটি মডেল স্কুল নির্মাণ করা হবে, যা এলাকার শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করবে। অভিযানে করিমগঞ্জ ম্যাজিস্ট্রেট, করিমগঞ্জ পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজারিছড়া থানার পুলিশ, ওয়াচ পোস্ট এবং পেট্রোল পোস্টের পুলিশ কর্মী সহ অর্ধ সামরিক বাহিনীও এই স্থানে উপস্থিত ছিল। প্রসঙ্গত, বছরখানেক আগেও একই এলাকায় বড় আকারের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, যেখানে অবৈধ বসতবাড়ি ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যেই পুনরায় সেখানে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকান গড়ে ওঠে। এবার মডেল স্কুল নির্মাণের জন্য সেইসব অবৈধ স্থাপনাগুলোর ওপরই আজকের এই উচ্ছেদ অভিযান চালান হয়।