ভূপেন বরা ২৬ এ মুখ্যমন্ত্রী হলে হিমন্ত বিশ্ব শর্মা যাবেন কেন্দ্রে এই ভবিষ্যৎবাণী হাইলাকান্দি বিধানসভা আসনের বিধায়ক জাকির হুসেন লস্করের। মুখ্যমন্ত্রীর নির্দেশে কংগ্রেসে যোগদান করেছেন সোনাই বিধানসভা আসনের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং যার দরুন শিলচর ছেড়ে করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু ভোট বিভাজন করে বিজেপিকে জয়ী করার সুযোগ করে দিচ্ছেন বলে এক বিস্ফোরক মন্তব্য করেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। কংগ্রেস বিজেপির বি টিম নয়, কংগ্রেস বিজেপির এ টিম মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরো কংগ্রেস দলটি চলছে এবং ভূপেন বরা করিমগঞ্জে একটি ও সভা করেন নি কারণ করিমগঞ্জে প্রচার চালানোর পরিস্থিতি নেই কংগ্রেসের যার ফলে হাইলাকান্দিতে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে সংখ্যালঘু ভোট বিভাজন করে বিজেপিকে জয়ী করার সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন যে বিজেপি সরকারের দিনে হওয়া সংখ্যালঘু ছাত্রবৃতি কেলেঙ্কারিতে যাদের বিরুদ্ধে কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ছিল আজ এই ব্যক্তি কয়েকজন ও কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে ঘুরছেন। আজ হাইলাকান্দি বিধানসভা আসনের নিতাইনগর বাজারে এআইইউডিএফ এর দলীয় প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর প্রচার শেষে সংবাদ মাধ্যমের সম্মুখে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক জাকির হোসেন লস্কর।