এক লক্ষের বেশী ভোটে জয়ী হবেন কৃপানাথ মালাহ এই দাবি ভৈরবনগর মন্ডল বিজেপির সম্পাদক তথা গান্ধীনগর জিপির দুইবারের প্রাক্তন সভাপতি আশীষ রায়ের।করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ এক লক্ষের অধিক ভোটে জয় লাভ করবেন বলে দাবি করলেন ভৈরবনগর মন্ডল বিজেপির সম্পাদক আশীষ রায়। শুক্রবার সাংবাদিকদের কাছে পেয়ে এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টি বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ জয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির বিধায়ক বিজয় মালাকার যেভাবে সমষ্টিতে উন্নয়ন করে যাচ্ছেন ও এই লোকসভা নির্বাচনে তিনি যেভাবে নির্বাচনী প্রচার করেছিলেন তার পুরো বিষয়বস্তু তুলে ধরেন।