সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাগান শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে মাল পরিবহনের গাড়ি উল্লেখ্য যে বাগানের শ্রমিকদের জন্য প্রথমে ব্যবহার করা হতো বাগানের ট্রাক্টর এবং বাগানের মাল পরিবহনের যেকোনো গাড়ি, এর মধ্যে কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানি হয়, তারপর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করে আদালতের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই যাতায়াত ব্যবস্থা,গত কয়েক মাস থেকে আবারো উধারবন্ধ লার্সিং
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, বাগান শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে ব্যবহার হচ্ছে মাল পরিবহনের গাড়ি।
চা বাগান কূম্ভা চা বাগান ও বড়শিঙ্গা বাগানেও দেখা যাচ্ছে মাল পরিবহন গাড়ি দিয়ে বাগান শ্রমিকদের যাতায়াত করা হচ্ছে,এতে শ্রমিকরাও কোন উপায় না থাকায় এইরকম ফার্মের মুরগির মত যাতায়াত করতে হচ্ছে তাদেরকে কিন্তু মাল পরিবহন করা গাড়ি দিয়ে কি করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়? এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।ব্যুরো রিপোর্ট