আগামী ১৬ই মে বরাকজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহা মিছিল।১৯ শের চেতনাকে জাগ্রত করতে আগামী ১৬ই মে বরাকের তিন জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্যের মহা মিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন।গত বছর দুর্গা পূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী ১৬ মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলে দিসপুর থেকে দিল্লীতে সম্পৃতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সঞ্জীব রাই,দিলীপ কুমার সিংহ,তুহিনা শর্মা, দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ব্যুরো রিপোর্ট ।