বরাক ভ্যালি চা এবং প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা মোকামছড়াতে, সভায় সকল জলহা সুরক্ষা মঞ্চের সদস্যরা সংকল্প করেন যে এবার বিধায়কের পাশে থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেবেন।দুল্লভছড়া জিপির অন্তর্গত মোকামছড়াতে বরাক ভ্যালি চা এবং প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চের উদ্যোগে রবিবার বিকাল ৩ ঘটিকায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করেন বিধায়ক বিজয় মালাকার, হাইলাকান্দির জেলা যুব মোর্চার সভাপতি মিলন দাস, দুল্লভছড়া মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, প্রাক্তন আঞ্চলিক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রূপা হরিজন, দুল্লভছড়া জিপির সভাপতি দেব কুমার কুর্মি,দুল্লভছড়া মন্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা, আব্বাস উদ্দিন, জলহা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্য বিজেপি সদস্যরা। সভাতে এরপর বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন জলহা সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা। এই গুরুত্বপূর্ণ সভায় জলহা সুরক্ষা মঞ্চের বিভিন্ন সমস্যা সম্বন্ধে বক্তব্য রাখেন মিলন দাস, হাইলাকান্দি থেকে আগত আব্বাস উদ্দিন। এরপর বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান, আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করা সহ জলহা সুরক্ষা মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ২০০০ হাজার জলহা সুরক্ষা মঞ্চের পুরুষ ও মহিলাদের সামনে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার।