বদরপুরে তীর জুয়ার রমরমা বানিজ্য। প্রকাশ্য বসছে জুয়ার আড্ডা। চলছে তীরের ব্যাবসা। ক্যামেরায় বন্দি তীর ও জুয়ার এক্সক্লুসিভ দৃশ্য। এই জুয়ার কবলে পড়ে সর্বশান্ত হচ্ছেন বহু লোক৷ তবে পুলিশ কে কেয়ার করেনা এই তীর ও জুয়া মাফিয়ারা। এখন প্রশ্ন পুলিশের অজান্তে এসব কি করে সম্ভব? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশ কে ম্যানেইজ করেই চলছে তীর ও জুয়ার এই রমরমা ব্যাবসা? মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ
অসামাজিক কাজের স্বর্গ রাজ্যে পরিণত বদরপুর। নীরব পুলিশ!
কে রীতিমতো বৃদ্ধাংলি দেখিয়ে অবাধে চলছে এই তীর ও জুয়ার আড্ডা । বদরপুরে বনিক উপাধির এক তীর মাফিয়াই প্রকাশ্য চালাচ্ছে এই তীর ও জুয়ার আড্ডা। এবার প্রশাসনে তীর ও জুয়া মাফিয়ার বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করে তা হবে লক্ষ্যনীয়। ব্যুরো রিপোর্ট।