বুধবার শেষ হচ্ছে প্রচারাভিযান, বৃহস্পতিবার গভট. ভি এম স্কুলে পোলিং সামগ্রী বিতরণ হাইলাকান্দি, ২৩ এপ্রিল সাত নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায় সংসদীয় নির্বাচন, 2024 উপলক্ষে চব্বিশ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা থেকে সমস্ত ধরনের রাজনৈতিক প্রচারাভিযান শেষ হচ্ছে।।। এরপর কোন ধরনের প্রচারাভিযান চলবে না।। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 24 এপ্রিল বিকাল 5.00 টার পর কোনো রাজনৈতিক দল/কর্মকর্তা প্রচার করতে পারবেন না বলে হাইলাকান্দির জেলা নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।। আগামী 26 এপ্রিল তারিখে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিচালনার জন্য 144 ধারার অধীনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।। তবে ওই আদেশটি সম্পূর্ণরূপে ধর্মীয় অনুষ্ঠান এবং বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।।অপরদিকে হাইলাকান্দি জেলায় সংসদীয় নির্বাচন সম্পর্কিত পোলিং সামগ্রী ভোট গ্রহণ কর্মীদের মধ্যে পঁচিশ এপ্রিল সকাল ছয়টা থেকে বিতরণ করা হবে।পোলিং সামগ্রী বিতরণ এবং প্রাপ্তির জন্য হাইলাকান্দি গভট. ভি এম হায়ারসেকেন্ডারি স্কুলে বিধানসভা ভিত্তিক কাউন্টারের ব্যাবস্থা করা হয়েছে ।। 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 16 টি এবং 122 আলগাপুর -কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য চৌদ্দ টি মিলিয়ে মোট ত্রিশটি কাউন্টারের মাধ্যমে ভোটের সামগ্রী বিতরণ ও গ্রহন করা হবে ।।। পোলিং সামগ্রী বিতরণের প্রতিটি কাউন্টারে বিতরণ এবং গ্রহণের জন্য 3 (তিন)টি টেবিল বসানো হয়েছে ।। এক নং টেবিল থেকে কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট ও ভিভিপ্যাড বিতরন করা হবে।। দুই নম্বর টেবিল থেকে ভোট সামগ্রীর ব্যাগ, ভোটিং কম্পার্টমেন্ট সহ সব ধরনের ফর্ম, কভার সহ স্টেশনারি সামগ্রী বিতরণ করা হবে ।।। এবং তিন নম্বর টেবিল থেকে পোলিং পার্সোনালদের পারিশ্রমিক, ব্যালট পেপার , অন্ধদের ব্রেইল ব্যালট শীট, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ , গোলাপী কাগজ সীল,সাধারণ ঠিকানা ট্যাগ (অতিরিক্ত) প্রদান করা হবে ।। উল্লেখ্য, আগামী ছাব্বিশ এপ্রিল 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 279 টি এবং 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 323 টি ভোট গ্রহণ কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ।। এবারের নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 109622 জন পুরুষ ভোটার এবং 104458 মহিলা ভোটার ও একজন থার্ড জেন্ডার মিলিয়ে মোট 214081 জন ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।। অন্যদিকে 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 323 টি পোলিং স্টেশনে মোট 262254 জন ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।। তন্মধ্যে পুরুষ 138186 এবং মহিলা 124068.