নির্বাচন উপলক্ষে স্ট্রিট ভেন্ডর বন্ধ করিমগঞ্জে করিমগঞ্জ নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরের স্ট্রিট ভেন্ডর বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশের মাধ্যমে এই নির্দেশ জারি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে ২৪ এবং ২৫ এপ্রিল নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মীদের গন্তব্য স্থলে যাওয়া যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে। আবার ২৬ এপ্রিল ভোট গ্রহণ শেষে ভোটকর্মীদের জেলা সদরে এসে পৌঁছাতে হবে। তাই ২৬ এপ্রিল পর্যন্ত এই আদেশ কার্যকর বলে জারি করা হয়েছে। এতে করিমগঞ্জ-পাথারকান্দি বাইপাস থেকে সেটেলমেন্ট এবং এওসি পয়েন্ট থেকে কানিশাইল পর্যন্ত অংশে স্ট্রিট ভেন্ডারদের দোকান না লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে।