আবার ও কংগ্রেসে ধস!ফের আইএনটিইউসি ত্যাগ করে চারটি ডিভিশনের বাগান পঞ্চায়েতরা যোগদান করলেন ভারতীয় চা মজদুর সংঘে।জানাগেছে সংঘের উদ্যোগে আজ দুপুর আনুমানিক বারো টার সময় এক সভা অনুষ্ঠিত হয় চান্দখিরা পঞ্চায়েত কার্যালয়ে।সভার মাধ্যমে চান্দখিরা ডিভিশনের রবিলাল চাষা,লালখীরা ডিভিশনের বিশ্বজিৎ দাস, আদমটিলা ডিভিশনের সুদামা কৈরী, লঙাই ডিভিশনের অমৃত দাস পানিকারা যোগদান করেন ভারতীয় চা মজদুর সংঘে। সভায় সংঘের
চান্দখিরায় গঠন হলো বিএমএস এর নতুন কমিটি। সংঘের নতুন কার্যালয় হচ্ছে সোনাখিরায়: বিসিএমএস।Chandkhira formed a new committee of BMS. The union’s new office is in Sonakhira: BCMS.
কার্যকর্তারা বলেন সোনাখিরায় শীঘ্রই বিএমএস এর নতুন কার্যালয়ে হবে।তাঁরা আরও বলেন এখন থেকে চা বাগানের যে কোনো সমস্যার জন্য শিলচর যেতে হবে না সোনাখিরাই তাঁর সমাধন হবে এবং যে কোনো সমস্যার সময় আপনারা আমাদের কে পাবেন বলেন বলে এমনটাই আশ্বাস দেন। আজকের এই সভাটি পরিচালনা করেন চান্দখিরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি
চান্দখিরায় গঠন হলো বিএমএস এর নতুন কমিটি। সংঘের নতুন কার্যালয় হচ্ছে সোনাখিরায়: বিসিএমএস।Chandkhira formed a new committee of BMS. The union’s new office is in Sonakhira: BCMS.
অনিল কুমার ত্রিপাঠী। সভায় পুরুষ মহিলা সহ প্রায় চার শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চন সিং,রঞ্জিত সাহু, রাজীব রায়,মনীরাজ কুর্মী,স্বপন সূর্যবংশী, বিশ্বজিৎ গোয়ালা,কৃষ্ণা কুর্মি,সন্দীপ সিং,রোহন গোয়ালা সহ অন্যান্যরা।ব্যুরো রিপোর্ট নিউজ।