কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে। এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু হয়েছে। যাত্রীদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে রেলের তরফে। এখনও পর্যন্ত পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত যাত্রীর সংখ্যা ২৫ জন।
মালবাহী ট্রেনের ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আহত পঁচিশ,মৃত্যু আঠ জনের।Collision of luxury train Kanchanjunga Express. Twenty-five injured, eight dead.
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, ২৫ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। রেল দুর্ঘটনার পর উদ্বেগপ্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এনডিআরএফ, এসডিআরএফ, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকার্য শুরু করেছেন বলে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী।দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত রেল দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ২৫ জন যাত্রী আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে
মালবাহী ট্রেনের ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আহত পঁচিশ,মৃত্যু আঠ জনের।Collision of luxury train Kanchanjunga Express. Twenty-five injured, eight dead.
বলে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে NDRF টিম নিয়ে আসা হয়েছে উদ্ধারকার্যের জন্য। এনবিএসটিসি ১০ টি বাস যাত্রীদের নিতে ঘটনাস্থলে যাচ্ছে। ৫০টির বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে আহত যাত্রীদের উদ্ধারের জন্য।রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনে (NFR) দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথ সমন্বয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সঠিক সময়েই ট্রেনটি সঠিক সময় ছাড়ার পর নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের
মালবাহী ট্রেনের ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আহত পঁচিশ,মৃত্যু আঠ জনের।Collision of luxury train Kanchanjunga Express. Twenty-five injured, eight dead.
মাঝে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেস ট্রেনের পেছনের অংশে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। এক্সপ্রেস ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার ঠিক নীচে আটকে রয়েছে মালগাড়িটির ইঞ্জিন। মালগাড়ির চালক আটকে আছেন বলে জানা গিয়েছে। চালককে উদ্ধার করতে হলে মালগাড়ির ইঞ্জিন কাটতে হবে। গ্যাসকাটার আনার ব্যবস্থা করা হচ্ছে।ব্যুরো রিপোর্ট।