বিজেপি সংখ্যালঘু মোর্চা অসম প্রদেশ কমিটির নির্দেশে করিমগঞ্জ সংখ্যালঘু মোর্চার উপ সভাপতি আব্দুল
মান্নানের সভাপতিত্বে আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটার সময় পাথারকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল অফিসে ভারতের মিসাইল মেন তথা
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালামের জন্মবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটির অন্যতম সদস্য বুরহান উদ্দিন বড়ভুইয়া সহ বিজেপি সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা হায়দর আলী, মামুন রশিদ, সাব্বির আহমেদ, সাহিদা
বেগম, জয়নুল হক , মজির উদ্দিন সহ অনেকই। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।