করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তি যোগে করিমগঞ্জ জেলায় প্রাইভেট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলিকে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে গর্ভবতী মহিলার প্রসব পূর্ব পরীক্ষার তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত সুবিধায় নিয়মিত টিকা প্রদানের তথ্যও জানাতে বলা হয়েছে। এতে গর্ভবতী জননী ও শিশুর স্বাস্থ্য পরিসেবা সুনিশ্চিত করতে এই তথ্যগুলো একান্ত আবশ্যক। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে এই তথ্যগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এএনএম বা অক্জিলারি নার্স মিডওয়াইভদের অথবা মনোনিত স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতি মাসে নিয়মিতভাবে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।
করিমগঞ্জে প্রাইভেট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টকে প্রসব পূর্ব পরীক্ষা ও টিকাকরণের তথ্য জানাতে নির্দেশ জারিIn Karimganj, a directive has been issued to private clinical establishments to provide information regarding antenatal check-ups and vaccinations.
Leave a review
Leave a review