উৎসবের মরশুমে খুশির খবর সরকারী কর্মচারিদের জন্য, জানালো কেন্দ্র।উৎসবের মরসুমে লক্ষ্মীলাভ, ৩ শতাংশ বাড়ল ডিএকেন্দ্রীয় সরকারি কর্মচারি হোন বা রাজ্য সরকারি কর্মচারি, ডিএ বাড়ার খবর তাঁদের খুশি করবেই। এবার উৎসবের মরসুমে ৩ শতাংশ বাড়ল ডিএ।মাইনের সঙ্গে ডিএ বৃদ্ধির দিকে চেয়ে থাকেন সরকারি কর্মচারিরা। ডিএ অবশ্য এমন এক বিষয় যা বাড়তে
উৎসবের মরশুমে খুশির খবর সরকারী কর্মচারিদের জন্য, জানালো কেন্দ্র।In the festive season, the central government has announced good news for government employees.
যেমন পারে তেমন কমতেও পারে। যদিও এই কমতে পারে বিষয়টা খাতায় কলমেই রয়েছে। যেহেতু বাজার দর কমে না, কিছুটা হলেও বাড়ে, তাই ডিএ প্রতিবার বাড়ে, কমে না।এবার উৎসবের মরসুমে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মুখে হাসি ফুটল। উৎসবের আনন্দ তো রয়েছেই, তার সঙ্গে যুক্ত হল ডিএ বৃদ্ধির ঘোষণার আনন্দ।কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হওয়ার পর তা ঘোষণা করা হয়।কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের উৎসবের মুখে হাসি ফুটলেও মন জুড়ে আরও মেঘ জমাট বাঁধল রাজ্য সরকারি
উৎসবের মরশুমে খুশির খবর সরকারী কর্মচারিদের জন্য, জানালো কেন্দ্র।In the festive season, the central government has announced good news for government employees.
কর্মচারিদের। কারণ কেন্দ্রের এদিনের মহার্ঘভাতা বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সাপেক্ষে ৩৯ শতাংশ ডিএ বকেয়া হল। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে ডিএ পাওয়ার ক্ষেত্রে এই ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের মন কিছুটা হলেও খারাপ।কেন্দ্রীয় সরকারের এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি আসন্ন দিওয়ালীকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারি
উৎসবের মরশুমে খুশির খবর সরকারী কর্মচারিদের জন্য, জানালো কেন্দ্র।In the festive season, the central government has announced good news for government employees.
কর্মচারিদের উপহার হিসাবেই ব্যাখ্যা করা হচ্ছে। এর সুফল পাবেন ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং ৬৪ লক্ষ ৮৯ হাজার পেনশন প্রাপক।১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হয়েছে। ফলে আগের মাসগুলির বর্ধিত অর্থ এরিয়ার হিসাবে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। উৎসবের মরশুমে খুশির খবর সরকারী কর্মচারিদের জন্য, জানালো কেন্দ্র।ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।