এখন থেকে হোয়াটসঅ্যাপে মিলবে মেট্রোর টিকিট বিশেষ সুবিধা যাত্রীদের জন্য।হোয়াটসঅ্যাপে মিলবে মেট্রোর টিকিট। আপাতত সর্বত্র না হলেও উদ্যোগটা শুরু হল। যা যাত্রীদের যাতায়াতকে অনেকটাই সুগম করল। আগামী দিনের পথ দেখাল।শুরুটা কলকাতা দিয়ে হয়েছিল। তারপর ভারতের একাধিক শহরে এখন মেট্রো পরিষেবা রয়েছে। দিল্লিতে যেমন রয়েছে তেমন মুম্বইতেও রয়েছে। মুম্বই শহরে মেট্রোর লাইন ক্রমশ ছড়িয়ে পড়ছে। এখন তো মাটির তলা দিয়ে একটি লাইনও শুরু হয়েছে মুম্বই শহরে।এবার সেই শহরে এক নতুন উদ্যোগ নিল মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড। তারা এবার যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ২টি লাইনে হোয়াটসঅ্যাপে টিকিটের ব্যবস্থা করেছে। নবরাত্রির মধ্যেই এই সুবিধা চালু করা হল।একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হাই পাঠিয়ে বা মেট্রো স্টেশনে থাকা কিউআর কোড স্ক্যান করে এই সুবিধা কাজে লাগিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ২এ এবং ৭, এই ২ মেট্রো লাইনের যাত্রীরা আপাতত এই সুযোগ কাজে লাগাতে পারবেন।হোয়াটসঅ্যাপ মারফত
এখন থেকে হোয়াটসঅ্যাপে মিলবে মেট্রোর টিকিট বিশেষ সুবিধা যাত্রীদের জন্য।Metro tickets will now be available on WhatsApp, providing special benefits for passengers.
তাঁরা টিকিট কাটলে হোয়াটসঅ্যাপেই টিকিট পেয়ে যাবেন। ফলে তাঁদের আর স্টেশনে গিয়ে টিকিট কাটার চিন্তা থাকবেনা। আবার এর ফলে ভারত ডিজিটাল দুনিয়ার দিকেও এগিয়ে যেতে পারবে।স্টেশনে পৌঁছে কেবল প্রয়োজন পড়বে হাতে থাকা মোবাইল। যাতে হোয়াটসঅ্যাপে থাকা টিকিটটি দেখালেই চলবে। সেক্ষেত্রে সময়ও অনেকটাই বাঁচবে যাত্রীদের।এই সুবিধা আপাতত স্বল্প পরিসরে চালু হলেও এই সুবিধা ভারতের বিভিন্ন প্রান্তে থাকা মেট্রো পরিষেবার ক্ষেত্রেই সুবিধাজনক। সেখানকার যাত্রীদের জন্য সুবিধার। ফলে এই মেট্রোর হোয়াটসঅ্যাপ টিকিট সর্বত্র চালু হলে তা দ্রুত জনপ্রিয় হওয়া সময়ের অপেক্ষা থাকবে। এখন থেকে হোয়াটসঅ্যাপে মিলবে মেট্রোর টিকিট বিশেষ সুবিধা যাত্রীদের জন্য।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।