বিশ্বের সর্বপ্রথম “শীতাতপ” নিয়ন্ত্রিত মহাসড়কগত ফেব্রুয়ারি ২০২৩, এই ৯৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই মহাসড়কটি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। দুবাইয়ের একটি স্থাপনা সংস্থা ইউআরবি (URB)’র অধীনে এই মহাসড়কটি গড়ে তোলা হয়েছে ২০৪০ সালে খুলে দেওয়ার জন্য পরিকল্পিত। এই মহাসড়কে কোন গাড়ি চলবে না,শুধু মাত্র বাই-সাইকেল রাইডার আর পায়ে হেঁটে চলা পাবলিকদের জন্যই কেবল।এখানে মূলত জলবায়ু নিয়ন্ত্রিত ব্যবস্থায়
বিশ্বের সর্ব প্রথম শীততাপ নিয়ন্ত্রিত সড়ক নির্মাণ হলো দুবাই শহরে।The world’s first controlled-temperature road construction was implemented in the city of Dubai.
তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে।মহাসড়কটি স্টিলের খাঁচার উপর দিয়ে কাঁচে মুড়ানো একটি আবরণ থাকবে।এই মহাসড়কের আশেপাশে কেনা কাটার জন্য থাকবে শপিংমল,রেস্তোরাঁ,আন্ডার গ্রাউন্ড সাইকেল পার্কিং, বাণিজ্যিক প্লেস, সিনেমা- থিয়েটার, এক্সারসাইজ বা ব্যায়ামাগার ও শিশুদের জন্য থাকবে নিরাপদ
বিশ্বের সর্ব প্রথম শীততাপ নিয়ন্ত্রিত সড়ক নির্মাণ হলো দুবাই শহরে।The world’s first controlled-temperature road construction was implemented in the city of Dubai.
বিনোদনের ব্যবস্থা।সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং জলবায়ু টেকসই মহাসড়কটির নাম দেয়া হয়েছে ‘‘সাসটেইনেবল আরবান হাইওয়ে’’ বা দ্যা লুপ The Loop।