গাড়ির শ্রাদ্ধ করলেন এক ব্যবসায়ী! শ্রাদ্ধে নিমন্ত্রিত দেড় হাজার লোক।মন্ত্রোচ্চারণে মাটির তলায় ১২ বছর পুরনো গাড়ি, গাড়ির শ্রাদ্ধে নিমন্ত্রিত দেড় হাজারপরিবারের ১২ বছরের পুরনো একটি গাড়ির ধুমধাম করে শ্রাদ্ধ করলেন এক ব্যবসায়ী। গাড়িটিকে মাটির তলায় রেখে চাপা দিয়ে দিলেন। উচ্চারিত হল মন্ত্র।উপস্থিত ছিলেন সাধু ও পুরোহিতরা। তাঁরা মন্ত্রোচ্চারণ শুরু করেন। তারমধ্যেই গাড়িটিকে একটি সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয়। কাপড়ের ওপরে লেখা ছিল ॐ।এবার একটি জেসিবি দিয়ে মাটি ফেলা হয় ওই কাপড় দিয়ে ঢাকা গাড়িটির ওপর। ক্রমে একসময় গাড়িটি মাটির তলায় চাপা পড়ে যায়। ওপরে মাটি সমান করে দেওয়া হয়।শেষ শ্রদ্ধায় কোনও ফাঁক রাখতে চাননি গুজরাটের আমরেলি জেলার পাদারসিংগা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় পোলারা ও তাঁর পরিবার। সঞ্জয় নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। আর তিনি মনেপ্রাণে বিশ্বাস
গাড়ির শ্রাদ্ধ করলেন এক ব্যবসায়ী! শ্রাদ্ধে নিমন্ত্রিত দেড় হাজার লোক।A businessman conducted a “shradh” (ritual ceremony) for his car! The ceremony was attended by one and a half thousand people.
করেন সব সাফল্য এসেছে ওই গাড়ির জন্য।গাড়ির রীতিমত শ্রাদ্ধানুষ্ঠান করেন সঞ্জয়। গাড়িটিকে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মাটিতে ঢেকে ফেলার সাক্ষী থাকেন দেড় হাজার মানুষ। কৌতূহলী আশপাশের মানুষ নন, বরং গাড়ির শ্রাদ্ধে নিমন্ত্রিত দেড় হাজার মানুষ। শ্রাদ্ধানুষ্ঠানে ভাল করে খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছিলেন ব্যবসায়ী সঞ্জয় পোলারা। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।