দোলনা চড়তে গিয়ে মৃত্যু হলো আট বছরের এক শিশুর। দোলনা বানিয়ে দিতেই হবে এই বায়নিতেই নাছোড় বান্দা খুদে শিশু সত্যজিৎ কিন্তু এই দোলনা যে একদিন কাল হবে তা কেই বা জানতো। অবশেষে এই দোলনাই কেড়ে নিল তার প্রাণ।যে শিশুটি কিছুক্ষন আগে বাড়ির সকলের সাথে খেলাধুলা করেছে , সেই শিশুটি দোলনা গলায় পেঁচিয়ে ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন সহ এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা নাগাদ দক্ষিণ জেলার বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায়। বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি করা হয়েছিল দোলনাটি।আর সেখানে দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিৎ এর বাড়ির লোকজনের । বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায়, সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষন আগে ওর জ্যেঠু্র সাথে বসে মোবাইল দেখেছিল । সেখান থেকে চোঁখের পলকে সে দোলনায় চড়তে চলে যায় আর তখনই বাঁধে এই চরম বিপত্তি। সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে । সঙ্গে সঙ্গে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন । সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের বুকফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মর্মান্তিক এই ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ব্যুরু রিপোর্ট