রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ, সাধারণ প্রশাসন এবং আইন ও বিচার বিভাগ তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাস ১৯ অক্টোবর, শনিবার অর্থাৎ আগামীকাল করিমগঞ্জ সফরে আসছেন। আগামীকাল বিকাল ৩টা ৩০ মিনিটে মাননীয় মন্ত্রী করিমগঞ্জ পৌঁছে বিকাল ৪টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সাথে এক পর্যালোচনা বৈঠক
আগামীকাল করিমগঞ্জ সফরে আসছেন মন্ত্রী রঞ্জিত দাস।Minister Ranjit Das is visiting Karimganj tomorrow.
করবেন। ওই দিন করিমগঞ্জে রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ ২০ অক্টোবর, রবিবার সকাল ১১টায় ফায়ার স্টেশনের পাশে থাকা অনুকুল সাগর পারে প্রয়াত রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন। তারপর ওই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। রবিবার করিমগঞ্জে রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৯টায় ধলাইর উদ্দেশ্যে করিমগঞ্জ ত্যাগ করবেন। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।