তিনি শাসক দলের নেতা ফলে আইন হাতে তোলা তার কাছে কোনো ব্যাপারেই না এছাড়া মুখ্যমন্ত্রীর সাথে ছবি উঠে তো তিনি এক্কেবারে আঙ্গুল ফুলে কলাগাছ। ফলে তিনি নির্বাচনের দিনেও কর্তব্যরত প্রিসাইডিং অফিসার কে পিটিয়ে এখনো বহাল তবিয়তে কারন শাসক দলের আশির্বাদ যে রয়েছে তার মাথায়৷ এদিকে এই ঘটনার জেরে ফের একবার বাগবাসা বিধানসভা কেন্দ্রটি সংবাদ শিরোনাম দখল করলো।ভোটের দিনে বিজেপির জেলা সভাপতির হাতে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার এক প্রিসাইডিং অফিসার। অবশেষে কদমতলা থানায় মামলা দায়ের করেন তিনি।মামলা হাতে নিয়েই ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। শেষমেষ সংবাদের জেরে ঘুম ভাঙলো রাজ্য নির্বাচন দফতরের।ঘুম ভাঙ্গলো জেলা প্রশাসনেরও।প্রসঙ্গত গত ২৬শে এপ্রিল ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা দুই নং আসনের ভোট গ্ৰহন চলাকালীন অবস্থায় বিতর্কিত বিধায়ক যাদব লাল নাথের ৫৫নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২নং বুথ সেন্টারের নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনেই ট্রেনে হিঁচড়ে মারপিট সহ হেনস্তার অভিযোগ উঠেছিল উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।সেই ঘটনাটি পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই এবার আইনানুগত ব্যবস্থা নিতে রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো কদমতলা থানায়। এবিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ছাব্বিশে এপ্রিল ভোটের দিন ৫৫/২২ নং বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়।বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর ধর্মনগরের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার,সেক্টর অফিসার,সিনিয়র সেক্টর অফিসার,মাইক্রো অবজারভারা,বিষয়টি খতিয়ে দেখেন। তাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিত অন্যান্যদের বিরুদ্ধে 26/2024 নম্বরে ওভারতীয় দন্ড বিধির 353/332/131/34 ধারায় মামলা নথিভুক্ত হয়েছে কদমতলা থানায়।এদিকে একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতির গুরুত্বপূর্ণ পদে থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ায়র মত ঘটনায় গোটা উত্তর জেলা সহ সমস্ত রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে।পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন।অপরদিকে সূত্রের খবর অনুযায়ী বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদব লাল নাথ কেও এবিষয়ে নোটিশ করা হয়েছে বলে জানা গেছে।