লঙ্গাই নদীতে স্নান করতে নেমে নদীর জলেই তলিয়ে গেল হরেন্দ্র রিয়াং(৪৩) নামের এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে এনডিআরএফ বাহিনীর তল্লাশি অব্যাহত। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার খেদাছড়া থানাধীন দোগঙ্গা পাড়া এলাকায়।জানা গেছে,বুধবার সকাল আনুমানিক সোয়া দশটা নাগাদ দোগঙ্গা পাড়ার বাসিন্দা হরেন্দ্র রিয়াং পাশের লঙ্গাই নদীর জলে স্নান করতে নামেন। কিন্তু অনেক্ষন
স্নান করতে গিয়ে লঙ্গাই নদীতে তলিয়ে গেলো এক ব্যক্তি।এনডিআরএফের তল্লাশি অভিযান অব্যাহত।A person drowned while bathing in the Longai River. The NDRF search operation remains ongoing.
কেটে গেলেও নদী থেকে উঠে না আসলে পাশে থাকা লোকজন জলে নেমে খোঁজাখুঁজি শুরু করলে তাকে আর পাওয়া যায়নি।তড়িঘড়ি খবর দেওয়া হয় খেদাছড়া থানা ও দমকল অফিসে।খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এনডিআরএফ বাহিনী সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর জলে তল্লাশি
স্নান করতে গিয়ে লঙ্গাই নদীতে তলিয়ে গেলো এক ব্যক্তি।এনডিআরএফের তল্লাশি অভিযান অব্যাহত।A person drowned while bathing in the Longai River. The NDRF search operation remains ongoing.
শুরু করে। কিন্তু সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে আসলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। যদিও এনডিআরএফ বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন।গোটা ঘটনায় দোগঙ্গা পাড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট ।