ঈদের প্রাক মুহূর্তে সক্রিয় গরু পাচারকারী চক্র । কাটিগড়ায় লরি থেকে জব্দ ১৮টি বার্মিজ গরু বুধবার সকালে ৬নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে জব্দ ১৮ টি বার্মিজ গরু ৷ অভিযান চালায় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দলে ৷ অভিযানে একটি ১২ চাকার লরি থেকে উদ্ধার হয় ১৮ টি বার্মিজ গরু ৷সঙ্গে আটক করা হয় চালককে ৷ বি এস এফের জি ব্রাঞ্চ এর জাওয়ানরা এক গোপন সুত্রের খবরে ওঁত পেতে বসেন ৬ নং জাতীয়
ঈদের প্রাক মূহুর্তে কাটিগড়ায় বিএসএফের হাতে আটক বার্মিস গরু বোঝাই গাড়ি।Before Eid, BSF vehicle intercepted a truck carrying smuggled cattle in Katigorah
সড়কের কাটিগড়া এলাকায়। প্রাপ্ত খবর মঙ্গলবার প্রায় সমস্থ রাতের টানা অভিযানে সফলতা আসে বুধবার সকালেই। সকাল সাতটা নাগাদ হাইলাকান্দির লালা থেকে আসছিলো এন এল ০২ কিউ ৮১৩৮ নম্বরের গাড়িটি। গাড়িটি যাবে কাটিগড়ার শান্তিপুরে হুসেন আহমদের কাছে, এমনটাই স্বীকারোক্তি গাড়ি চালকের দুধপুর গ্রামের আব্দুল কায়ুম এর। তার বয়স ২৭। জব্দ ১৮ টি বার্মিজ গরু সহ গাড়ি চালক আব্দুল কায়ুম কে
ঈদের প্রাক মূহুর্তে কাটিগড়ায় বিএসএফের হাতে আটক বার্মিস গরু বোঝাই গাড়ি।Before Eid, BSF vehicle intercepted a truck carrying smuggled cattle in Katigorah
আটক করে কাটিগড়া থানায় সমঝে দেয় সীমান্ত বাহিনীর দল ৷ সামনেই ঈদ ৷এতে স্পষ্ট ঈদের আগে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে গরু সিণ্ডিকেট চক্র ৷কাটিগড়া থেকে প্রনব মালাকারের রিপোর্ট ।