ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পুরান চান্দঁপুরের আব্দুল হান্নানের ঘর, সরকারি সাহায্যের আবেদন। শুক্রবার হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পাথারকান্দি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়ি, মূল্যবান গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক পরিবার। বিশেষ করে জোড়বাড়ী ডেফলআলা জিপির অন্তর্গত দুই নং ওয়ার্ড অর্থাৎ পুরান চান্দঁপুরের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নানের ঘরের টিন ঘূর্ণিঝড়ে তছনছ করে দেয়। শুক্রবার রাত অনুমানিক ১১ টায় বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় দিনমজুর হান্নানের ঘরের টিনবৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন
ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে লণ্ড ভণ্ড পাথারকান্দি।ক্ষতিগ্রস্তদের সরকারী সাহায্যের দাবি
আসবাবপত্র। তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায়।কিন্তু বর্তমানে টিন উড়িয়ে নিয়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন। দিনমজুর আব্দুল হান্নান বলেন অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ হাজার টাকার মতো হবে বলে জানান তিনি।ঘরটি মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন দিনমজুর আব্দুল হান্নান।
জামিল আহমেদের প্রতিবেদন।