তিনি জলে নেমে সাঁতার কাটতেন না। তেমন কোনও অভ্যাস তাঁর ছিলনা। কিন্তু যেদিন থেকে জানতে পারেন যে তিনি মধুমেহ আক্রান্ত, সেদিন থেকে তিনি সাঁতার কাটা শুরু করেন। কোনও ফাঁকি না দিয়ে প্রতিদিন সাঁতার কাটতে থাকেন তিনি।ফলে সুইমিং পুলের সঙ্গে তাঁর দৈনিক এক যোগসূত্র তৈরি হয়ে যায়। তবে সাঁতার তো তিনি কাটতেই পারেন, কিন্তু জলে হাঁটতে বা ছুটতে পারা তো মুশকিল।জলে ১ মাইল হেঁটে গেলেন এক ব্যক্তিজলে সাঁতার কেটে বিভিন্ন দূরত্ব অতিক্রম করা যায়। সড়ক পথে হেঁটেও যাওয়া যায় যেখানে খুশি। কিন্তু জলে হেঁটে কি ১ মাইল পথ অতিক্রম করা যায়?
এক ব্যক্তি দুই কিলোমিটার গভীর জলে হেঁটে বিশ্ব রেকর্ড গড়লেন।কে সেই ব্যক্তি, দেখুন প্রতিবেদনে।
তিনি অবশ্য সেটাই করলেন। মানব সেবায় তিনি জলে সাঁতার না কেটে হাঁটলেন। সুইমিং পুলটি ৮২ ফুটের। সেই ৮২ ফুটের সুইমিং পুলকে তিনি হেঁটে ৬৩ বার এদিক ওদিক করলেন। তাও আবার মাঝে না থেমে।ইংল্যান্ডের নরউইচের এই সুইমিং পুলে তিনি না থেমে হাঁটলেন ১ মাইল পথ। সময় নিলেন ৩৫ মিনিট। এই ৩৫ মিনিটে তিনি একবারও থামেননি।এক ৫ বছরের বালিকার জীবন রক্ষার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থ তোলার কাজও তিনি তাঁর এই জলে হাঁটার উদ্যোগের মধ্যে দিয়ে করলেন। এই উদ্যোগকে সামনে রেখে যেটুকু টাকা উঠেছে তা তিনি ওই বালিকার চিকিৎসার জন্য দান করেছেন।অ্যাডাম লোপেজ নামে এই ব্রিটিশ ব্যক্তির সুইমিং পুলের জলের মাঝখান দিয়ে হাঁটা ইতিমধ্যেই অনেক সংবাদপত্রে খবর হয়েছে। নিজে সুস্থ থাকার জন্য সাঁতার শুরু করে এখন তিনি জলে হেঁটে বিশ্বরেকর্ড গড়ার পথেও পা বাড়ালেন।
Leave a review
Leave a review