রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে আগুন দিলো দুষ্কৃতীরা, আতঙ্ক কদমতলা থানায় এলাকায়।রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা দুষ্কৃতিদের। ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উত্তর জেলার কদমতলা থানাধীন কলাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে ঐ ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিন এর বাড়িতে গতকাল অর্থাৎ সোমবার রাত ৩ ঘটিকায় উনার একটি অল্টো গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনের লেলিহান শিখা দেখে ঘুম থেকে উঠে দেখেন উনার দোকান ঘরে ও গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজন দৌড়ে আসেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় কদমতলা থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কদমতলা থানার এএসআই ডিএম চাকমা সহ বিশাল পুলিশ বাহিনী। সরজমিনে ঘটনাটি প্রত্যক্ষ করে তদন্ত শুরু করে পুলিশ।জানা গেছে ঠিক অনুরূপভাবে গত দুদিনের পূর্বে পাশের বাড়ির ফয়জুল হকের বাড়ির খড়ের ঘরে আগুনের ঘটনা প্রত্যক্ষ করেছিল এলাকাবাসী। তার ঠিক কিছুক্ষণ পর ওই এলাকার কুসিয়া মৌলভীর বাড়িতেও আগুনের ঘটনা সংঘটিত হয়েছিল। যদিও এলাকাবাসীরা তৎপর থাকায় তেমন ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। আব্দুল মতিন ঐদিন রাতেই কদমতলা থানায় একটি লিখিত এজহার দায়ের করেন সুষ্ঠু তদন্তক্রমে দুষ্কৃতিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে। দুদিনের মধ্যে পরপর তিনটি বাড়িতে আগুনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ।