কিছুদিন বিরতির পর আবারো মণিপুরে গুলির লড়াই, শহিদ দুই সিআরপিএফ জওয়ান।নির্বাচনের মধ্যেই ফের রক্তাক্ত মণিপুর। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ২ সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। কুকি জঙ্গিদের একটি দল গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে।শেষ পাওয়া খবর
মণিপুরে জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে শহীদ দুই জওয়ান।
অনুযায়ী, এখনও নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও ২ জন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী। সেইমতো অভিযান চালায় তারা। অভিযান এখনও চলছে।শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।