*গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে সামান্য স্বস্তি পেতে বিধায়ক তফাজ্জল হোসেনের উদ্যোগে বক্সনগরে সামাজিক কর্মসূচি* ————-গত ১৫ দিন যাবৎ সারা রাজ্যে গ্রীস্মের প্রচন্ড দাবদাহ বা উষ্ণায়ন চলছে।রাজ্যে অতিরিক্ত উষ্ণায়ন বা দাবদাহ দেখে রাজ্য সরকার সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন।এই প্রচন্ড উত্তাপে মানুষ ঘর থেকে বের হতে চিন্তিত হয়ে পড়েছে।রৌদ্রের প্রচন্ড উত্তাপে মানুষের শরীর ঝলসে যাচ্ছে।এতে করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ। স্বাস্থ্য চিকিৎসকরাএই প্রচন্ড উত্তাপ কে কেন্দ্র করে সুস্থ জীবন যাপনের জন্য মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়ে চলছে।এই প্রচন্ড দাবদহ বা উত্তাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংস্থাগুলি বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করে চলছে।সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শনিবার সকাল ১১ ঘটিকায় বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেনের উদ্যোগে ভারতীয় জনতা পার্টি বক্সনগর মন্ডলের বিভিন্ন অঙ্গ সংগঠন কে নিয়ে প্রচন্ড উত্তাপের দাবদাহ থেকে সামান্য স্বস্তি পাওয়ার জন্য এক অভিনব সামাজিক উদ্যোগ নিয়েছেন।বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন যুব মোর্চার কর্মীরা,ভারতীয় মজদুর সংঘ এবং বক্সনগর বাজার ব্যবসায়ীরা।এই অভিনব প্রশংসনীয় সামাজিক কর্মসূচি বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। সোনামুড়া থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এবং আগরতলা থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলির যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয় এবং লেবুর তৈরি বিভিন্ন শরবত প্রদান করা হয়।তাছাড়া স্কুল,কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং পথচারী দোকান ব্যবসায়ীদের বিধায়ক নিজেই ঠান্ডা পানীয় ও শরবত তুলে দেন সকলের হাতে। প্রায় তিন শতাধিক পথচারী ও যাত্রীবাহী গাড়ি এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে বিভিন্ন শরবত এবং ঠান্ডা পানীয় বিতরণ করেন উদ্যোক্তারা।এই সামাজিক কর্মসূচি সম্পর্কে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, রাজ্যে গত ১৫ দিন যাবত প্রচন্ড তাপদাহ চলছে। এই গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ থেকে মুক্তি পাওয়ার বা সামান্য স্বস্তির জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। শুধু এই ধরনের সামাজিক উদ্যোগ নয় বিগত দিনগুলিতে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। আগামী দিনে বিধানসভা এলাকার প্রতিটি বাজার এবং মোটর স্ট্যান্ড এলাকায় আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকবো এবং বক্সনগর এলাকার সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। অন্যদিকে যারা সামান্য স্বস্তির জন্য ঠান্ডা পানীয় ও শরবত পেয়েছেন তারা বলেন এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা পূর্বে এ ধরনের কোন উদ্যোগ দেখিনি বক্সনগর এলাকায় কিন্তু বক্সনগর এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে।এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।বস্কোনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।