লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পুলিং ষ্টেশনের উদ্দ্যেশ্যে রওয়ানা হলেন ভোটে নিযুক্ত কর্মীরা। আগামীকাল জোলাইবাড়ী বিধামসভা কেন্দ্রে অনুষ্ঠীত হতেযাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রকরে বৃহস্পতিবার সকালে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী
লোকসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ত্রিপুরায়।
নিয়ে নিজ নিজ পুলিং ষ্টেশনের উদ্দ্যোশ্যে রোওনা হয় ভোটে নিযুক্ত কর্মীরা। ভোটের প্রাকমুহুর্তে ভোটের প্রস্তুতি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক দেবজ্যোতি রায়। তিনি জানান জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ৬০ টি পুলিং ষ্টেশন রয়েছে। নির্বাচনের দিন সবকয়টি পুলিং ষ্টেশনে সি সি কেমেরার মাধ্যমে ওয়েব কাষ্টিং চলবে। এছারা প্রতিটি পুলিং ষ্টেশনে পানীয় জল সহ সকলপ্রকারের ব্যাবস্থা রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত মহকুমাশাসক।আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।