লোকসভা নির্বাচনের আগে বেকায়দায় পড়তে পারেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী ।।এবার কংগ্রেসের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার । এক সাক্ষাতকারে বিধায়ক বিজয় মালাকার বলেন, চরম হতাশায় ভূগছে কংগ্রেস । হিন্দু মুছলমান উভয় সম্প্রদায়ের ভোটাররা প্রত্যাখান করেছেন কংগ্রেস প্রার্থীকে। তাই হতাশায় ভূগে এমন ঘৃণনীয় মন্তব্য করছেন কংগ্রেসের নেতারা। বিধায়ক বিজয় মালাকার আরো বলেন, রাতাবাড়িতে ভোট রেগিং য়ের মত কাজ করা চলবে না । রাতাবাড়ির মানুষ শান্তিতে বসবাস করছেন । কংগ্রেস নেতারা রাতাবাড়িতে এখনো প্রকাশ্য জনসভা করতেই পারেনি । তবে কংগ্রেস নেতাদের এভাবে বেআইনি বার্তা আলাপের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার। এদিকে, ইতিমধ্যে কংগ্রেসের ভোট রেগিং করার পরিকল্পনার ভিডিও সোসিয়েল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তোলপাড় লেগেছে সর্বত্র। ইতিমধ্যেই রাজ্যিক পুলিশ বিভাগের সঞ্চালক প্রধান জিপি সিং সমগ্র বিষয়ের উপর তদন্তের নির্দেশ দিয়েছেন ।।।