আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে সব ধরনের প্রচারাভিযান, ভ্যানার, পোস্টার, লিফলেট, পত্রিকায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে এম সি এম সি সেল থেকে প্রি সার্টিফিকেশন গ্রহনের জন্য হাইলাকান্দি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীদের আহবান জানাল হাইলাকান্দি জেলা নির্বাচন বিভাগ।।। জেলা নির্বাচন বিভাগের এম সি এম সি সেলের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে সর্বাবস্থায় নীতি নির্দেশিকা মেনে চলার আহবান জানানো হয়েছে ।। তাছাড়া ই সি আই র গাইড লাইন মেনে, ভোটের দিন এবং ভোটের একদিন আগে প্রিন্ট মিডিয়াতে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য প্রাক শংসাপত্র নিতে সব কটি রাজনৈতিক দলের পদাধিকারীদের আহবান জানানো হয়েছে ।। ইতিপূর্বে ডিস্ট্রিক্ট কমিশনার বরাক উপত্যকা থেকে প্রকাশিত সব কটি সংবাদ পত্রের সম্পাদক কেও চিঠি পাঠিয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের আগে ভারতীয় নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশ সুনিশ্চিত করতে আহবান জানিয়েছেন।।।
ভোটের ভ্যানার, পোস্টার, লিফলেট, বিজ্ঞাপন প্রচারের ও অনুমতি দিলো নির্বাচন কমিশন।
Leave a review
Leave a review