রাজ্য সরকারের নির্দেশে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও ৩ নভেম্বর, রবিবার থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভাষা গৌরব সপ্তাহ পালন করা হচ্ছে। রাজ্যের অন্যান্য ভাষা সহ বাংলা ও অসমিয়া ভাষাকে সম্বৃদ্ধ করতে অবদানকারী প্রতিজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে ৩ নভেম্বর, রবিবার বিকাল ৩টায় করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাংলা ও অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করার জন্য কেন্দ্র সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে সপ্তাহ পালন উপলক্ষে ওই দিন বিকাল ৩টায় করিমগঞ্জ জেলা ভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে সব বিভাগীয় প্রধান, সমাজকর্মী, পুরসভার কর্মকর্তা, প্রবীণ নাগরিক, শিক্ষাবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।