সাবধান! গুটখা প্রেমিদের জন্য দুঃসংবাদ। গুটখার নামে আপনি কি খাচ্ছেন! জানেন কি? গুটখাতে থাকা সাদা সাদা জিনিসগুলো আসলে কি? কল্পনাও করতে পারবেন না গুটখার নামে কি খাচ্ছেন আপনি। গুটখা খাওয়াটা একাংশ লোকের ফ্যাশন হয়ে উঠেছে। দশ-দশটি গুটখার পেকেট না খেলে একাংশ লোকের দিন কাটে না। গরু ছাগলের মতো পুরো দিন গুটখা না চাবালে যেন দিনেই কাটে না একাংশ লোকের। আপনি যদি গুটখা প্রেমি তাহলে আপনার জন্য এটা একটা বাজে খবর। গুটখার নামে আপনি কি খাচ্ছে জানেন কি? আপনি কি অজানা অবস্থায় খাচ্ছেন কি মানুষের মল বা বিষ্টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক বাবা এভাবে দাবি করতে দেখা যায়। এই বাবাজির মতে মানুষের মল বৈজ্ঞানিক পদ্ধতিতে শুকিয়ে প্রস্তুত করা বিষয়ে পাউডার গুটখা কম্পানিগুলো ব্যবহার করে গুটখার পেকেটে। গুটখার পেকেটে থাকা সুপারির মধ্যে মানুষের মল দিয়ে তৈরি পাউডার মিশিয়ে দেয় কম্পেনিগুলো। এই পাউডার তৈরি হয় হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ পৌরনিগমের মেয়রের উদ্যোগে একটি বায়োকেমিক্যালের অধীনে সমগ্ৰ শহরের শৌচালয়ের টেংকিগুলোর মধ্যে একটি বিশেষ পাইপ লাইনের সাহায্য সংযুক্ত করে শহরের নির্দিষ্ট একটি স্থানে মানুষের মলগুলো জমা করা হয়। জমা হওয়া মানুষের এই মলে রাসায়নিক পদার্থ লিকুইড ক্লোরিন ব্যবহার করে হলুদ রঙের মলটিকে সাদা রঙে পরিনত করা সঙ্গ দুর্গন্ধ সরিয়ে দেওয়া হয়। তারপর এই মলগুলো টায়ারের মাধ্যমে পাউডার প্রস্তুত করা হয়। এই পাউডার গুলো বিক্রি করা হয় কানপুরের গুটখা কোম্পানিতে। মানুষের মল দিয়ে তৈরি হওয়া পাউডার ব্যবহৃত গুটখা খাচ্ছেন না কি আপনি? এই দাবি করেছেন বিনম্র সাগরজি নামে এক মহারাজ। গুটখা নিয়ে বিনম্র সাগরজি মহারাজের এই মন্তব্য গুটখা কোম্পানি কি প্রতিক্রিয়া প্রকাশ করে তা হবে লক্ষনীয় ব্যাপার।ন্যাশনাল ডেস্ক রিপোর্ট