প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাথী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে আসলেন। বুধবার শিলচরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনী জন সভায় অংশগ্রহণ করেন।জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে নৃত্য করতে দেখা যায় নির্বাচনী জনসভার মঞ্চে।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন বিজেপি জুমলাবাজ সরকার, বিজেপি সরকার জনগণকে ভয় দেখিয়ে ভৌট আদায় করে এবং দেশ বিক্রি করার চক্রান্ত করছে,বিজেপি বিজেপি সরকারের আমলে নারী নির্যাতন বেকার সমস্যা বেড়ে গিয়েছে।অসমের লোকরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।এবার তৃনমুল সরকারে আসলে এ আর সি থাকবে না কা শেষ হয়ে যাবে ডি ভোটার সমস্যা শেষ হয়ে যাবে বিজেপি সরকার দেশ কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।বিজেপি একটি চুরের দল বলেন মমতা ব্যানার্জি।শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাথী রাধেশ্যাম বিশ্বাসের বলেন আজকের জনসভায় বিশাল তৃনমুল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এবং লোকসভা নির্বাচনে তৃনমুলের লড়াই হবে বিজেপির সঙ্গে।শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।